
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও ৪ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা পৃথক দুই অফিস আদেশে এ বদলি করা হয় বলে শুক্রবার মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে বলা হয়, ডিএমপ‘র ২ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও ৪ জন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ বদলি করা হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।