মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন এর ৭৩ তম শুভ জম্মদিন পালন করা হয়েছে।
আজ (৫ আগস্ট) শুক্রবার সকাল ৯:৩০ মিনিটে জাতির জনক শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের সফল সংগঠক, চিরকালের স্মরণীয় -বরণীয় তারুণ্য, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ছবির স্মৃতির সামনে দাঁড়িয়ে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান উপজেলা প্রশাসন সহ সকল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন,ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান,কবি সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা মনোতোষ বাড়ৈ, বীর মুক্তিযোদ্ধা নীলরতন হালদার, বীরমুক্তিযোদ্ধা সত্যনন্দ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা,বিভূতি ভুষন বাড়ৈ, মনিমোহন হালদার, সরকারি শেখ হাসিনা উইমেন্স বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা, ডি কে আইডিয়ার কলেজের অধ্যক্ষ ড. খন্দকার মো: সোহেল, নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার, কাজী বাঁকাই ইউনিয়নের চেয়ারম্যান নূরমোহাম্মদ, বালিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান, গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান, ফরহাদ মাতুব্বর, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম, ডাসার উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা লুবনা সম্পা।এছাড়াও উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা।
দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।
বিকেল ৩ টার সময় বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হবে।এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের মসজিদে দোয়া মাহফিল, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
নিউজবিজয়/এফএইচএন