
টাঙ্গাইলের কালিহাতীতে কাপড় কিনতে রেললাইন দিয়ে হেঁটে বাজারে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মা ও মেয়েসহ চার নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১৯ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার কামাক্ষা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: মা শান্তি রানী, তার মেয়ে শিল্পী রানী, বাসন্তী ও আরতী রানী দাস; সবার বাড়ি ভূঞাপুর উপজেলার নিকরাইল দাসপাড়া এলাকায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই নাজমুল হাসান জানান, কাপড় ব্যবসায়ী মা ও মেয়েসহ চার নারী জোকারচর হাটে কাপড় কিনতে যাচ্ছিলেন। পথে কামাক্ষা মোড়ে এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে চারজনই মারা যান।
সবার মরদেহ উদ্ধার করা হয়েছে; ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।