মাদক বিরোধী বিশেষ অভিযানে নওগাঁর মহাদেবপুরে এলাকা থেকে ৭ শত পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতদিক থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, ওই উপজেলার কলোনি পাড়ার মকবুল হোসেনের ছেলে এনামুল হক(৩৫)।
জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি মাদক ব্যবসায়ী এনামুল হক নেশাজাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট অবৈধ ভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় মাদকসেবী ও কারবারিদে নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে উক্ত আসামির বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার দায়ের করা হয়েছে।