ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের দিরাইয়ে টহলরত পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেয়ার ঘটনা ঘটে। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ওই ট্রাকটিকে ধাওয়া করে তাঁকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) মধ‌্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ‌্যরাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তাঁরা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সাথে সাথে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে ডাকাত দলের দুই সদস্য আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

টহলরত পুলিশ সদস্যকে তুলে নিয়ে গেল ডাকাত দল

প্রকাশিত সময়:- ০১:২১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

সুনামগঞ্জের দিরাইয়ে টহলরত পুলিশের এক সদস্যকে ডাকাত দল ট্রাকে করে তুলে নেয়ার ঘটনা ঘটে। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ওই ট্রাকটিকে ধাওয়া করে তাঁকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৮ মার্চ) মধ‌্যরাতের এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ডাকাত দলের দুই সদস্যকে।

শান্তিগঞ্জ থানা পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার মধ‌্যরাতে দিরাই উপজেলা থেকে দ্রুত গতিতে একদল ডাকাত একটি ট্রাকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে দিরাইয়ের শরীফপুর এলাকার চেকপোস্টে ট্রাকটিতে তল্লাশি চালান এক পুলিশ সদস্য। তখন ওই পুলিশ সদস্যকে ট্রাকে তুলে অপহরণ করে নিয়ে যায় ডাকাত দলটি।

বিষয়টি সেখানে থাকা অন্য পুলিশ সদস্যদের নজরে এলে ট্রাকটিকে তাঁরা ধাওয়া করেন। একপর্যায়ে ট্রাকটি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সাথে সাথে প্রাইভেট কারটি পাশের পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেট কারে থাকা দুই যাত্রী আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা ডাকাতদের গণধোলাই দেন। গণধোলাইয়ে ডাকাত দলের দুই সদস্য আহত হন। তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার করা হয় অপহৃত পুলিশ সদস্যকে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চেকপোস্ট থেকে তুলে আনা পুলিশ সদস্যকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন