পল্লবী দে’র রহস্যময় মৃত্যুর পর এই মৃত্যুর মিছিলে এবার যুক্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল বিদিশা দে মজুমদার। গতকাল বুধবার (২৫ মে) সন্ধ্যায়দমদমের ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে তার মরদেহ। ২১ বছর বয়সী অভিনেত্রী বাবা মায়ের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
ঘটনার তদন্তে নেমেছে নাগেরবাজার পুলিশ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, এটি কি হত্যা নাকি আত্মহত্যা— সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করতে পারে নি পুলিশ। বিদিশার পরিবার এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত বিশেষ কিছু জানা যায়নি। ইতিমধ্যে অভিনেত্রীর মরদেহ ইতোমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এছাড়া পুলিশ সূত্রে আরো জানা গেছে , বিদিশা মানসিক বা পেশাগত চাপের মধ্যে ছিলেন কিনা আঁচ করতে পারেনি বিদিশার পরিবার। আর জি কর মেডিক্যাল কলেজে অভিনেত্রীর ময়নাতদন্ত হবে বলে খবর। সেই রিপোর্টের অপেক্ষায় আছেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে করা হলেও, অন্য কোনও আঙ্গিক এখনই উড়িয়ে দেওয়া হচ্ছে না। বিদিশার প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, দেড় মাস আগে ওই এলাকার ভাড়া বাড়িতে থাকতে এসেছিলেন বিদিশা এবং তার পরিবার। মৃত্যুর কারণ নিয়ে তাদের কাছেও ধোঁয়াশা রয়েছে।
মূলতচার বছর ফ্যাশন শুটের দুনিয়ায়। আয় ভালই ছিল। ফ্যাশন শুটের পাশাপাশি নানা অনুষ্ঠানে অংশ নিতেন বিদিশা দে মজুমদার।নিয়মিত মডেলিং করতেন তিনি । এর পাশপাশি ‘ভাঁড়: The Clown’ নামে এক ছবিতে অভিনয় করেছিলেন।