জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী।
মঙ্গলবার (১৭মে) দুপুরে জয়পুরহাট জেলার পুলিশ সুপারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতকালে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সঙ্গীত শিল্পী ফাহমিদা নবীকে তার সম্পাদিত গৌরবময় স্বাধীনতা ও হাবিবুর রহমান, বিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ মহোদয়ের সম্পাদিত নন্দিত স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান” বই দুটি উপহার হিসেবে প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) ফারজানা হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান, জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন।