জয়পুরহাটে আমবোঝাই পিকআপ ও হানিফ পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। এসময় তার পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
শুক্রবার সকাল ১০টার সময় হিলি-জয়পুরহাট সড়কের বাগজানা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের কেবিন কেটে পিকআপচালকের লাশ উদ্ধার করে।
জয়পুরহাট পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব জানান, আমবোঝাই একটি পিকআপ ভ্যান হিলির দিকে যাওয়ার সময় হিলির দিক থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি হানিফ পরিবহনের বাস জয়পুরহাটের দিকে আসার শুক্রবার সকাল ১০টার দিকে হিলি-জয়পুরহাট সড়কের পাঁচবিবি উপজেলার বাগজানা বাজারে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে আমবোঝাই পিকআপ ভ্যান চালকের মৃত্যু হয়।