১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয় মে দিবস, তারই ধারাবাহিকতায় জয়পুরহাট জেলা প্রশাসকের আয়োজনে র্যালী ও সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে ১ লা মে দিবস পালিত হয়েছে।
রবিবার বেলা ১১ টায় শহরের রামদে বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের পৃথক ব্যানারে র্যালী বের করে শহিদ ডাঃ আবুল কাশেম ময়দানে এসে শেষ করে।
পরে আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি হবিবর রহমান, সাধারণ সম্পাদক রাসেদ আলম মিলন, জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান আনিছ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোশারফসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা,
জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
আলোচনা সভা শেষে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে জেলার বিভিন্নস্তরের ২৪ শত শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
অনুষ্ঠান শেষে জেলা সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, বিগত দিনে করোনা মহামারীতে শ্রমিকদের পাশে ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকব, যদি কোন শ্রমিক সমস্যায় পড়ে থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে তার সমস্যা সমাধানের চেষ্টা করবো।