জয়পুরহাটে পৃথক মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩১ কেজি গাঁজা ও ৭৩৫ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার রাত ২ টায় সদর উপজেলার পাইকরতলি থেকে ৩১ কেজি গাঁজাসহ উপজেলার পাইকর দাড়িয়ার মৃত নরুজ ইসলামের ছেলে ইমরান হোসেন (সুজি)।
অন্যদিকে গতকাল বিকেল ৫ টায় পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার থেকে বড় মানিক গামী রাস্তায় ৪১৭ পিচ ট্যাপেন্টাডল টেবলেটসহম ওই উপজেলার পশ্চিম উচনার হামিদুর ইসলামের ছেলে সোহেল রানা(৩২), খাঙ্গর হাটখোলার মৃত মজিবরের ছেলে সরোয়ার হোসেন (৪৫)।
এছাড়াও গতকাল রাত ১১ টায় কালাই উপজেলার মাত্রাই বাজার থেকে ৩১৮ পিচ ট্যাপেন্টাডল টেবলেটসহ উপজেলার আগলাপাড়ার ইউনুস আলীর ছেলে তারিফুল (৩২) তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্প কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ৩ টি থানায় পৃথক ৩ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।