জয়পুরহাটে ২৫ গ্রাম হেরোইন ও ১০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেটসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৯ মে) রাতে জয়পুরহাট পৌর এলাকার আরামনগর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার বাকিলা চৌধুরীপাড়ার শহিদুল ইসলামের ছেলে শাকিল আহাম্মেদ(৩২) ও পৌর এলাকার ধানমন্ডির মৃত নুরুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ(৩৮)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে, গোপন সংবাদের ভিত্তিতে, এসআই জাহাঙ্গীর ও এসআই আমিরুল সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাদেরকে গ্রেফতার করেছে।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃতদের পূর্বেও একাধিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।