জয়পুরহাটে সদর উপজেলায় ওয়ান শুটার গানসহ আব্দুল্লাহ(২০) নামে এক জনকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে সদর উপজেলার মাধাইনগর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল্লাহ মাধাইনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্প ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মাসুদ রানা বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আব্দুল্লাহ অজ্ঞাত স্থান থেকে অবৈধ ভাবে অস্ত্র সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্য নিজ হেফাজতে রেখেছিল। উপরোক্ত ঘটনায় জয়পুরহাট সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে।