বাংলা টিভির প্রধান উপদেষ্ঠা সাংবাদিক ও কলামিষ্ট আব্দুল গাফ্ফার চৌধরী মৃত্যুতে শোক প্রস্তাব ও ১ মিনিটের নিরবতার পর জয়পুরহাটে বাংলা টিভির ৬ষ্ঠ বছরে পদাপর্ণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় শহরের চিত্রা রোড়ে ফ্রেন্ডস গার্ডেন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলা টিভি জয়পুরহাট জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুদ রেজা, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবিনা চৌধুরী, জয়পুরহাট টেলিভিশন রিপোটার্র ইউনিটির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, সাংবাদিক মোয়াজ্জেম হোসেন, গোলাম মোস্তফা ।
এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেস ক্লাবের কোষাধক্ষ্য মাশরেকুল আলম, মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল কুমার সরকার, জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোমেন মুনি, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি সোহেল আহমেদ লিও, বাংলাদেশ তৃণমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির সভাপতি মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক সুজন মন্ডল, আল মামুন, সেলিম রেজা, নেওয়াজ মোরশেদ নোমান, মাহফুজুর রহমান, মিলন রায়হান, মেহেদি হাসান রাজু , মাহফুজুর রহমান রিভু, খোকন হোসেন জাকির সহ জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক ও সুধিজনেরা।
এ সময় আব্দুল গাফ্ফার চৌধরীর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা জানিয়ে তার বণার্ঢ্য জীবনের নানা দিক নিয়ে আলোচনা করা করেন বক্তারা।