জয়পুরহাটর পাঁচবিবি থেকে ৪ শত লিটার দেশীয় তৈরী চোলাই মদ উদ্ধারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মে) রাতে বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন, ওই গ্রামের মৃত বান্দে এক্কার ছেলে লক্ষী এক্কা(৫০)।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, মাদক বিশেষ অভিযান পরিচালনা কালীন গোপন সংবাদের ভিত্তিতে এএসআই আকতার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।