বরিশাল জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রমের (৫ম পর্যায়) ১ম সংশোধন শীর্ষক প্রকল্পের আওতায় “শিশুর জন্য উপযোগি বিশ্ব” গড়ে তোলার প্রত্যয়ে শিশু মেলার আয়োজন করা হয়।
আজ ০৪ জুন দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন বরিশাল -৪ আসনের সংসদ পংকজ নাথ। অনুষ্ঠানে গনযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো. আজিজম উদ্দিন।
অনুষ্ঠানে হিজলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহম্মেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার লেলিন বালা।
মেলার কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বরিশাল -৪ আসনের সংসদ পংকজ নাথ র্যালিতে নেতৃত্ব দেন। এসময় তিনি পায়রা উড়িয়ে ও ফিতা কেটে আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের ভালোবাসতেন। ছোটবেলা থেকেই বঙ্গবন্ধু ক্রিড়ামোদি ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শিশুদের প্রতি বন্ধুবৎসল। শিশুরা যেন সুন্দর আগামী, সোনার বাংলাদেশে বড় হতে পারেন তার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। শিশুদের অধিকার আদায়ে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের কর্ণধার। এরাই দেশের নেতৃত্ব দেবেন। সে জন্য শিশুদের জাতির জনকের স্বপ্ন আজকের শিশুদের লালন করতে হবে। তাদের মুক্তিযুদ্ধের আদর্শের শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। জাতির জনকের আদর্শ ধারন করে শিশুদের ভালো মানুষ হতে হবে। পরিচালক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছিলেন সাহসী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, অসাম্প্রদায়িক ও মানবদরদী। তার চরিত্রের এই গুণগুলো শিশুদের মধ্যে প্রথিত করতে পারলে সুন্দর আগামী প্রজন্ম গড়ে উঠবে। তিনি আরো বলেন, জাতির পিতা স্বপ্ন দেখিয়েছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন।
মেলার সব শেষে বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র টুঙ্গিপাড়ার মিয়া ভাই প্রচার করা হয়।
ব্রেকিং :-
জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু মেলা
- মো: আবুল বাশার বরিশাল থেকে :-
- প্রকাশিত সময় :- ০৬:৩৬:২১ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- 222
জনপ্রিয় সংবাদ