ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

জামিন পেলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

রাজধানীর হাতিরঝিল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী ফরহাদ হোসাইন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহ নেওয়াজ।

পরে আইনজীবীরা বলেন, আদালত উভয়পক্ষের শুনানি শেষে চার সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ এপ্রিল রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।

মামলায় ২১ আসামির মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলমের নাম থাকলেও সেখানে তার পিতা-মাতার নাম এবং স্থায়ী-অস্থায়ী কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউএনবির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

নিউজবিজয়২৪/এফএইচএন

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

Nagad-Fifa-WorldCup

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

জামিন পেলেন সাংবাদিক জাহাঙ্গীর আলম

প্রকাশিত সময়: ০৬:৫৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩

রাজধানীর হাতিরঝিল থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক জাহাঙ্গীর আলমকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (২৬ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সঙ্গে ছিলেন আইনজীবী ফরহাদ হোসাইন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শাহ নেওয়াজ।

পরে আইনজীবীরা বলেন, আদালত উভয়পক্ষের শুনানি শেষে চার সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ১২ এপ্রিল রাজধানীর হাতিরঝিল থানার উপপরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা দায়ের করেন।

মামলায় ২১ আসামির মধ্যে সাংবাদিক জাহাঙ্গীর আলমের নাম থাকলেও সেখানে তার পিতা-মাতার নাম এবং স্থায়ী-অস্থায়ী কোনো ঠিকানা উল্লেখ করা হয়নি।

সাংবাদিক জাহাঙ্গীর আলম সংবাদ সংস্থা ইউএনবির অপরাধবিষয়ক প্রধান প্রতিবেদক এবং শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য।

নিউজবিজয়২৪/এফএইচএন