সংগীতশিল্পী বেবী নাজনীন এর মা আবিদা মনসুর মারা গেছেন। গতকাল বুধবার এই গায়িকার মা মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে।
মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ভাই এনাম সরকার।
তিনি বলেন, ‘আমার মা দীর্ঘদিন ধরেই কিডনিসহ বেশ কিছু জটিলতায় ভুগছিলেন। কয়েক বছর ধরে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন ছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিতও তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। সর্বশেষ ঈদের আগে মায়ের শারীরিক অবস্থা আরও গুরুতর হয়। তার পর থেকে মাকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। এর মধ্যেই গতকাল সকাল আটটার দিকে মা আর সিসিইউ থেকে ফেরেননি। ’
বেবী নাজনীন সন্তান হিসেবে ছিলেন সবার বড়। তাঁরা তিন বোন ও এক ভাই। এনাম জানান, বেবী নাজনীন বর্তমানে পেশাগত কাজে যুক্তরাষ্ট্র থেকে জাপানে গিয়েছেন। যাওয়ার পথেই মায়ের মৃত্যুসংবাদ পান এই গায়িকা। জানা যায়, জাপান থেকেই তাঁর ঢাকা ফেরার কথা রয়েছে।
আরও পড়ুন>>নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
নিউজবিজয়২৪/এফএইচএন