টাঙ্গাইলে জাতীয় পার্টির বর্ধিত সভাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আর এ ঘটনায় সাবেক এমপি আবুল কাশেমকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বর্তমানে তিনি শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার পেটের ডানপাশে ছুরিকাঘাত করা হয়।
বুধবার (৮ জুন) বেলা ১১টার দিকে স্থানীয় জাতীয় পার্টির মোজাম্মেল হক গ্রুপ ও আসু গ্রুপের অনুসারীরা বর্ধিত সভাস্থল টাঙ্গাইল প্রেস ক্লাবের হলরুমে স্থান দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় নেতাকর্মীরা জানায়, বর্ধিত সভাকে কেন্দ্র করে শুরু থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বেলা ১১টার দিকে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেমসহ নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের নিয়ে সভাস্থলে পৌঁছালে চরম উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে মোজাম্মেল হক গ্রুপের অনুসারীরা অন্য গ্রুপের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে কমপক্ষে ১২ জন আহত হয়। ছুরিকাঘাত করা হয় সাবেক এমপি আবুল কাশেমকে। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও সাবেক মন্ত্রী মজিবুল হক চুন্নুর সামনেই এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে আবুল কাশেম জানান, সকাল থেকে জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক তার কর্মীদের দিয়ে প্রেস ক্লাবের সিঁড়ি দখল করে রাখে। সকালে কেন্দ্রীয় নেতাদের সার্কিট হাউসে রিসিভ করে সভাস্থলে যাওয়ার সময় প্রেস ক্লাবের দ্বিতীয় তলায় উঠলে আমার ওপর হামলা করে। এ সময় মোজ্জাম্মেল হকের এক কর্মী ছুরি দিয়ে আঘাত করেন এবং আমার পোশাক ছিঁড়ে ফেলে। অন্য একজনের পাঞ্জাবি নিয়ে সভাস্থলে বসলে শরীর থেকে রক্ত ঝরতে দেখে ক্লিনিকে এসে চিকিৎসা নিচ্ছি। দলীয় নেতাকর্মীরা যে সিদ্ধান্ত নেবে, আমি তাই মেনে নেব। বর্ধিত সভার প্রধান অতিথি মজিবুল হক চুন্নু বলেন, এ ধরনের কিছু ঘটেনি। ঘটলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব এমপি লিয়াকত হোসেন খোকাসহ অন্যরা।
টাঙ্গাইল সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, বিষয়টি জেনেছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
নিউজ বিজয়/নজরুল
ব্রেকিং :-
জাতীয় পার্টির বর্ধিত সভায় সাবেক এমপিকে ছুরিকাঘাত
- নিউজ বিজয় ডেস্ক :-
- প্রকাশিত সময় :- ১০:৪১:১১ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
- 451
জনপ্রিয় সংবাদ