লালমনিরহাট আদিতমারী উপজেলায় জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলা সমাবেশ -২০২৪ অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বাংলাদেশ মুসাফির কাফেলা এর কেন্দ্রীয় কার্য্যলয় অনুষ্ঠিত সমাবেশে জাতীয় ইমাম মুয়াজ্জিন কাফেলার সভাপতি হাফেজ হযরত মাওঃ মুফতি ফয়সাল আহমাদ আশরাফীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ মুসাফির কাফেলার আমির হযরত মাওলানা মুফতি মুহাম্মদ আব্দুর রহমান কারিমী। প্রধান মেহমান ছিলেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোঃ সফিউল্লাহ ও বিশেষ মেহমান মাওলানা মোঃ মামুনুর রশিদ রাহমানী।
বক্তব্য রাখেন, জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার সেক্ট্রেটারী ক্বারী মৌলভী মোঃ মিজানুর রজমান,সহ-সভাপতি হাফেজ আইয়ুব আলী আনছারী ও বাংলাদেশ মুসাফির কাফেলার সেক্ট্রেটারী জেনারেল মোঃ শামসুল ইসলাম ও জয়েন সেক্রেটারী মোজাম্মেল হক প্রমূখ।
জাতীয় ইমাম ময়াজ্জিন কল্যাণ কাফেলার আলোচ্য বিষয় ইমাম মুয়াজ্জিন কারো বোঝা না হয়ে জাতীয় কর্ণধর হিসেবে দায়িত্ব পালন,দ্বীন ইসলাম প্রচার ও বাস্তবায়নে ইমাম মুয়াজ্জিনদের উদ্বোধ্য করণ,ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র ইমাম মুয়াজ্জিনদের সার্বিক সহযোগিতা করণ,ইসলাম ও সমাজ বিরোধী সকল কার্য্যক্রম মুলতপাটনে সক্রিয় ভুমিকা পালন ও ইমাম মুয়াজ্জিনদের সন্মান ও মর্যাদা রক্ষায় মুসল্লিদের সচেতন করুন।
আলোচনা সভা শেষে জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ কাফেলার সভাপতি পদে হাফেজ মাওলানা মুফতি ফয়সাল আহমাদ ও সেক্রেটারী পদে ক্বারী মৌলভী মোঃ মিজানুর রহমানসহ ২১ বিশিষ্ট কমিটি আগামি ১ বছরের জন্য নাম ঘোষনা করা হয়।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন