নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমিরসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
৫ অক্টোবর (বৃহস্পতিবার) নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম এর নেতৃত্বে বুধবার রাতে বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কওে ,বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা আমির কাঠালী ইউনিয়নের দক্ষিণ দেশীবাই কাচারীপাড়া এলাকার মৃতঃ কছির উদ্দিনের ছেলে মোহাম্মদ মোখলেসুর রহমান (মাস্টার) ও তার সহযোগী পশ্চিম খুটামারা ইউনিয়নের মমিনটুলি এলাকার মোহাম্মদ রশিদুল ইসলামের ছেলে মোহাম্মদ মশিউর রহমান কে গ্রেফতার করে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের-১৫(৩)২৫/(উ)রুজু করে একটি মামলা দায়ের করা হয়েছে।
পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে ও থাকবে।