ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাট প্রেসক্লাবে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা

দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট প্রেসক্লাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাব ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, দৈনিক সংলাপ পত্রিকার উপসম্পাদক শফিউল মনজুরুল ফরিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, “সংগীত মানুষের আত্মার খোরাক। সুরের মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা যায়। এই সংবর্ধনা আমার জন্য এক বিশেষ সম্মান। জয়পুরহাটের মানুষ বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, যা আমাকে অভিভূত করেছে।”
সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। পরে ফাহমিদা নবী নিজ কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা।
জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদেরকে এই ধরনের সংবর্ধনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

সংবাদটি আপনার ফেসবুকে শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

নামাজের সময়সূচি: ১০ ফেব্রুয়ারি ২০২৫

জয়পুরহাট প্রেসক্লাবে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা

"নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০৬:০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
দেশের জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীকে সংবর্ধনা দিয়েছে জয়পুরহাট প্রেসক্লাব। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রেসক্লাব ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবুবকর সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, দৈনিক সংলাপ পত্রিকার উপসম্পাদক শফিউল মনজুরুল ফরিদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মাশরেকুল আলম, রেজাউল করিম রেজা, রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাবেক সাধারণ সম্পাদক রতন কুমার খাঁসহ জেলার কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী বলেন, “সংগীত মানুষের আত্মার খোরাক। সুরের মাধ্যমে মানুষের মনের কথা তুলে ধরা যায়। এই সংবর্ধনা আমার জন্য এক বিশেষ সম্মান। জয়পুরহাটের মানুষ বরাবরই শিল্প-সংস্কৃতির প্রতি ভালোবাসা দেখিয়েছে, যা আমাকে অভিভূত করেছে।”
সংবর্ধনা অনুষ্ঠানের অংশ হিসেবে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকরা কবিতা আবৃত্তি করেন। পরে ফাহমিদা নবী নিজ কণ্ঠে কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার শেষে অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পিঠা-পুলি পরিবেশন করা হয়, যা অনুষ্ঠানে যোগ করে এক ভিন্নমাত্রা।
জয়পুরহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও সাংস্কৃতিক আবহে সমৃদ্ধ। জেলার সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা এমন আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও দেশের গুণী শিল্পীদেরকে এই ধরনের সংবর্ধনার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন