জয়পুরহাট মাদক বিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যানে ৭০ কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।গত রবিবার (২৩ জুলাই) রাতে আক্কেলপুর উপজেলার কেঁচের মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর কলমী গ্রামের ইউনুস আলীর ছেলে ইব্রাহিম খলিল(৫৩) ও বাগেরহাটের মোরেলগঞ্জের ডুমুরিয়া গ্রামের মৃত মহাসিনালের ছেলে আব্দুর রহিম(২৫)।
জয়পুরহাট র্যাব-৫, ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়ার সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গাতে সরবরাহ করে আসছিল, সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলার করা হয়েছে।