ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহার প্রতিশ্রুতি

একটি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবী করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিনিয়ত হুমকী ধামকীর স্বীকারও হচ্ছেন বলে অভিযোগ রঞ্জু মিয়া (২৩) নামে এক ভুক্তভোগী যুবকের।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বানচার ভিটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে পেশায় রড মিস্ত্রী রঞ্জু মিয়া জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের খোকন মন্ডলের মেয়ে খুরশিদা আক্তার খুশি’র সাথে ২০২০ সালের ১৯ জুলাই প্রেমের সম্পর্কে বিবাহ হয়।

২ মাস ২৬ দিন ঘর সংসার করার পর খুশির বাবা বাদী হয়ে রঞ্জুসহ ৫জনের নামে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম ৪জনের নাম বাদ দিয়ে শুধু রঞ্জুর নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ অবস্থায় মামলাটি চলমান থাকা অবস্থায় খুশি ও তার বর্তমান স্বামী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে খায়রুল ইসলাম মামলা প্রত্যাহারের বিনিময়ে রঞ্জুর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা দাবী করছেন।

রঞ্জু মিয়া আরো অভিযোগ করে বলেন, জাল সনদে মামুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরী করা খায়রুল ইসলাম ও খুশি বিভিন্ন সময়ে আবারো মামলা কিংবা বড় ধরণের ক্ষতি করার হুমকী ধামকী দিচ্ছেন। যে কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুশি ও খায়রুল ইসলাম বলেন-অভিযোগুলো মিথ্যা। এই ধরনের কোন ঘটনা নেই।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম বলেন-সেই সময়ে তদন্তে যা পেয়েছি, আদালতে তা জমা দিয়েছি। মামলা আপোশ মিমাংশার বিষয়ে আমি কিছু জানি না।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

👉 নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন ✅

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এই প্রথম বাংলাদেশে আনন্দের সঙ্গে দুর্গোৎসব পালিত হচ্ছে: গয়েশ্বর

জয়পুরহাটে অর্থের বিনিময়ে মামলা প্রত্যাহার প্রতিশ্রুতি

প্রকাশিত সময় :- ০৬:১০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪

একটি মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়ার বিনিময়ে মোটা অঙ্কের অর্থ দাবী করার অভিযোগ উঠেছে সাবেক স্ত্রী ও তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিনিয়ত হুমকী ধামকীর স্বীকারও হচ্ছেন বলে অভিযোগ রঞ্জু মিয়া (২৩) নামে এক ভুক্তভোগী যুবকের।

জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার বানচার ভিটা গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে পেশায় রড মিস্ত্রী রঞ্জু মিয়া জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পারুলিয়া গ্রামের খোকন মন্ডলের মেয়ে খুরশিদা আক্তার খুশি’র সাথে ২০২০ সালের ১৯ জুলাই প্রেমের সম্পর্কে বিবাহ হয়।

২ মাস ২৬ দিন ঘর সংসার করার পর খুশির বাবা বাদী হয়ে রঞ্জুসহ ৫জনের নামে আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম ৪জনের নাম বাদ দিয়ে শুধু রঞ্জুর নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

এ অবস্থায় মামলাটি চলমান থাকা অবস্থায় খুশি ও তার বর্তমান স্বামী জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের দেওগ্রামের বাসিন্দা আব্দুল হান্নানের ছেলে খায়রুল ইসলাম মামলা প্রত্যাহারের বিনিময়ে রঞ্জুর কাছ থেকে দেড় থেকে দুই লাখ টাকা দাবী করছেন।

রঞ্জু মিয়া আরো অভিযোগ করে বলেন, জাল সনদে মামুদপুর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের চাকুরী করা খায়রুল ইসলাম ও খুশি বিভিন্ন সময়ে আবারো মামলা কিংবা বড় ধরণের ক্ষতি করার হুমকী ধামকী দিচ্ছেন। যে কারনে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে খুশি ও খায়রুল ইসলাম বলেন-অভিযোগুলো মিথ্যা। এই ধরনের কোন ঘটনা নেই।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জয়পুরহাট সদর থানার এসআই আব্দুস সালাম বলেন-সেই সময়ে তদন্তে যা পেয়েছি, আদালতে তা জমা দিয়েছি। মামলা আপোশ মিমাংশার বিষয়ে আমি কিছু জানি না।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন