ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র আন্দোলন রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা সেই জ্যোতি (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। গ্রেফতার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে।

জানা যায়, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করব।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

ইতিহাসের এই দিনে: ১৭ মার্চ: ২০২৫

ছাত্র আন্দোলন রামদা হাতে ত্রাস সৃষ্টিকারী সেই জ্যোতি গ্রেফতার

প্রকাশিত সময়:- ০৬:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে রামদা হাতে ত্রাস সৃষ্টি করা সেই জ্যোতি (৩৫) পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। শনিবার সদর থানা পুলিশ শহরের আশ্রমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। গ্রেফতার জ্যোতি নাট্যজন রূপকুমার গুহ ঠাকুরতার ছেলে।

জানা যায়, তিনি মুক্তিযোদ্ধার সন্তান কোটায় পুলিশ কনস্টেবল পদে কিছুদিন চাকরি করলেও পরে চাকরিচ্যুত হন। ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র আন্দোলনের সময় জেলা যুবলীগের একদল কর্মীর সঙ্গে মিলে প্রকাশ্য দিবালোকে আন্দোলনকারীদের ওপর হামলা চালান জ্যোতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি খালি গায়ে হাতে রামদা নিয়ে আন্দোলনরত ছাত্রদের ওপর তাণ্ডব চালান। ওই হামলায় বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। ঘটনার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে পুলিশের নজরদারিতে থাকার পর শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ওসি শহিদুল ইসলাম বলেন, গ্রেফতার জ্যোতির বিরুদ্ধে আদালতে মামলা রয়েছে। আমরা তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করব।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন