দিনাজপুরের হিলিতে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রবিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বন্দরের প্রধান সড়কে এসে রাস্তা অবরোধ করে। শিক্ষার্থীরা হাতে ফেস্টুন নিয়ে নানা স্লোগানে প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানায়।
ফেস্টুনে লেখা ছিল, প্রধান শিক্ষক তাদের প্রতিবাদ করায় গভীর রাতে মোবাইল ফোনে হুমকি দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, দীর্ঘদিন ধরে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।
বিক্ষোভের কারণে বন্দরের প্রধান সড়কে যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং হাকিমপুর থানার পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান শিক্ষকের বদলির বিষয়ে শিক্ষা অধিদপ্তরে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের অভিযোগ আগেও ছিল। সেই ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তিনি রংপুর ডিডি অফিসের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত সময়ে প্রধান শিক্ষককে বদলির বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযোগ জানালেও কোনো সমাধান মেলেনি। বরং প্রতিবাদ করায় শিক্ষার্থীদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে। তাদের দাবি, প্রধান শিক্ষককে দ্রুত অপসারণ করে বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হোক।
ঘটনার দেড় ঘণ্টা পর শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে রাস্তা অবরোধ তুলে নেয়। তবে তারা জানায়, দাবি পূরণ না হলে তারা আবারও রাস্তায় নামবে।
বিদ্যালয়ের একজন অভিভাবক জানান, প্রধান শিক্ষকের আচরণ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা না হলে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হবে।
এ ঘটনার পর দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। শিক্ষার্থীরা তাদের দাবির প্রতি আন্তরিক মনোযোগ দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন