জয়পুরহাটে ১৫ ঘন্টার মধ্যে বসত বাড়ি থেকে চুরি হওয়ার এক লক্ষ উন-নব্বই টাকা উদ্ধারসহ আন্ত: জেলা চোর দলের সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ এপ্রিল) ভোরে পাঁচবিবি উপজেলার পাঁচমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত চোর হলো নাটোরের নলডাঙ্গা উপজেলার বাজেহালতি পাড়ার আক্কাসের ছেলে রিপন(২৫) বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত শুক্রবারে সন্ধ্যার দিকে জেলার পাঁচবিবি (মাষ্টারপাড়া) এলাকার শফিকুল ইসলাম (মুন্না)’র বসত বাড়ীর দক্ষিণ দুয়ারী ঘরের ভিতর প্রবেশ করে তোষকের নিচে থাকা একলক্ষ উননব্বই হাজার চুরি হয়।
পরে মুন্না থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করলে ওই এলাকার পাঁচমাথায় একটি ঔষধের দোকানের সামনে থেকে আন্ত:জেলা চোর চক্রের সদস্য রিপনের দেহ তল্লাশি করে নগদ এক লক্ষ উন-নব্বই টাকা উদ্ধারসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
পাঁচবিবি থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, আসামী রিপন চুরিকৃত টাকা দিয়ে মাদক ব্যবসা করে বলে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তার বিরুদ্ধে আগের দুইটি মাদক মামলা রয়েছে। শনিবার সকালে ১০টার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো
হয়েছে।