সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, রংপুরের কাউনিয়া-পীরগাছা আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব করিম উদ্দিন ভরসা।
রবিবার বিকেলে উপজেলার হারাগাছ ঐতিহাসিক কেন্দ্রিয় ঈদগাঁও মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হারাগাছ সারাই ডারারপাড় জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবর স্থানে বেড় ভাই মরহুম রহিম উদ্দিন ভরসার পাশে তাঁর লাশ দাফন সম্পন্ন হয়। এরআগে শনিবার রাতে ঢাকার গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
হারাগাছে জানাজায় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, পীরগাছা উপজেলা চেয়ারম্যান আবু নাসের মাহবুবুর রহমান, কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি এমদাদুল হক ভরসা, হারাগাছ পৌর মেয়র এরশাদুল হক এরশাদ, মরহুমের জামাতা আজিজুল হক ভরসা, বড় ছেলে সিরাজুল হক ভরসা, কামরুল ভরসা ও দুই ভরসা পরিবারের সকল সদস্যেরা সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন ।
জানাজায় ইমামতি করেন হারাগাছ ঐতিহাসিক কেন্দ্রিয় ঈদগাঁও মাঠের ইমাম মাওলানা আ: মান্নান। হাস্যজ্ব এ রাজনীতিবিদের জানাজায় মানুষের ঢল নামে।জানাজায় এসে অনেকে এই হাস্যজ্বল মানুষটিকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে দুপুর ১২টার দিকে কাউনিয়া ও পরীগাছা উপজেলা সহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ তাঁর মরদেহে শ্রদ্ধা নিবেদন করে। জেলা জাতীয় পার্টির সদস্যরা তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে ঢাকায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন প্রবীণ এ রাজনীতিবিদ।
প্রবীণ এ রাজনীতিবিদ রংপুরের বিড়ি শিল্প নগরীখ্যাত কাউনিয়া উপজেলার হারাগাছে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালের নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া) আসন, ১৯৯৬ ও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।