আফ্রিকার দেশ চাদের উত্তরাঞ্চলের একটি সোনার খনিতে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত ২৩ ও ২৪ মে খনিশ্রমিকদের মধ্যে এ সংঘর্ষে প্রায় এক শ জনের মৃত্যুর কথা জানা গেছে। গত সোমবার এসব তথ্য জানান চাদের প্রতিরক্ষামন্ত্রী। খবর রয়টার্সের। সোমবার চাদের প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, লিবিয়া সীমান্তের কাছে কৌরি বৌগোদি জেলার পাহাড়ি এলাকার একটি অবৈধ সোনার খনিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সহিংসতার ঘটনা নিয়ে তদন্ত করতে ও শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সোনার খনিতে একটি ‘ফ্যাক্ট-ফাইন্ডিং’ মিশন পাঠিয়েছে চাদ সরকার। সহিংসতার ঘটনায় অনেকের প্রাণহানি ও আহতের কথা জানালেও সংখ্যাটা কত, সেটা সরকারি কর্তৃপক্ষ জানায়নি। প্রতিরক্ষামন্ত্রী দাউদ ইয়া ব্রাহিম বলেন, ‘প্রায় এক শ জনের মৃত্যুর বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়েছি আমরা।’ তিনি বলেন, দেশের সব অবৈধ খনিতে খনন কার্যক্রম বাতিল করা হয়েছে। এসব খনি থেকে লোকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
নিউজ বিজয/নজরুল
ব্রেকিং :-
চাদে সোনার খনিতে সংঘর্ষ, নিহত প্রায় ১০০
-
নিউজ বিজয় অনলাইন ডেস্ক:-
- প্রকাশিত সময়:- ১২:০১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ জুন ২০২২
- 364
ট্যাগ:-
জনপ্রিয় সংবাদ