চাঁদা না দেয়ায় মো. ফরিদ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৭ মে) দিবাগত রাতে পাহাড়তলী থানাধীন রেলওয়ে কলোনীতে ফরিদকে পিটিয়ে গুরুত্বর জখম করে দুর্বৃত্তরা। আজ রবিবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাহাড়লী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, রেলওয়ে কলোনীতে একটি স্থাপন তৈরি করে গাড়ি ওয়াশের দোকান করেন ফরিদ। স্থানীয় কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় শনিবার রাতে লোহার রড দিয়ে তাকে পিটিয়ে গুরুত্বর জখম করে তারা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজ বিজয়/নজরুল