চাঁদপুর জেলার অর্ধশত গ্রামে আজ শনিবার ঈদুল আজহা উদযাপিত হবে। ঈদকে ঘিরে এসব গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সকাল সাড়ে ৮টায় সাদ্রা দরবার শরিফ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। সাদ্রা হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে জামাত হবে সকাল ৯টায়। সাদ্রা গ্রামে সাদ্রা দরবার শরিফে ঈদের জামায়াতে ইমামতি করবেন আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানী।
এছাড়া হাজীগঞ্জের হুরুমচাইল, অলীপুর, বেলচোঁ, জাকনি, বাসারা,কাঁসারা, হোটনী, বেলচোঁ, মুন্সীরহাট, উচ্চঙ্গা, দক্ষিণ বলাখাল, প্রতাপপুর,রামচন্দ্রপুর, মেনাপুর, শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রামে কাল ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের পাশের জেলা নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর ও দিনাজপুর জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা শনিবার ঈদ উদযাপন করবেন।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ বলেন, ঈদের জামাতসহ সব নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজীগঞ্জে এদিন নয়টি ঈদের জামাত হবে বলে তিনি জানান।