ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম জামায়াত শিবিরের আরও ১০ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত শিবিরের আরও ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার পশ্চিম সমশের পাড়ার আলী আজগর (৩১), হাজীরপুল এলাকার মজিবুল হক জাবেদ (৩৩), ভোলা জেলার বোরহানউদ্দীন থানার উত্তর চর লামছি তলীর মো. আকতার হোসেন (২৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিষ্ণুর বন্দর এলাকার মো. আবুল কালাম আজাদ (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মনিপুর এলাকার লুৎফর রহমান প্রকাশ আলম (৪৬), কক্সবাজার জেলার চকরিয়া থানার নিজপান খালীর মো. তৌহিদুল ইসলাম (৪০), নোয়াখালী জেলার সদর থানার মো. বদরুদ্দোজা প্রকাশ ভুট্টু (৪২), সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতির মুজ্জাম্মিনুল হক প্রকাশ মোজাম্মেল (৩০), পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার মো. জসিম উদ্দিন (৩৮) ও পাঁচলাইশ সিডিএ এভিনিউর মো. হারুনুর রশিদ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গত শনিবার সকালে মুরাদপুর রওশন বোডিং এলাকায় হঠাৎ জামায়াত-শিবির যে মিছিল বের করে, সেখান থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল রাতে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ও মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। এই মামলায় গত তিনদিনে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

NewsBijoy24

নিউজবিজয়২৪/এফএইচএন

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ছাত্রদল নেতা মারা গেলেন

চট্টগ্রাম জামায়াত শিবিরের আরও ১০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত সময়:- ০৭:২১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে পুলিশের ওপর হামলার অভিযোগে জামায়াত শিবিরের আরও ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।

গ্রেপ্তারকৃতরা হলেন- চান্দগাঁও থানার পশ্চিম সমশের পাড়ার আলী আজগর (৩১), হাজীরপুল এলাকার মজিবুল হক জাবেদ (৩৩), ভোলা জেলার বোরহানউদ্দীন থানার উত্তর চর লামছি তলীর মো. আকতার হোসেন (২৫), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার বিষ্ণুর বন্দর এলাকার মো. আবুল কালাম আজাদ (৪৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার মনিপুর এলাকার লুৎফর রহমান প্রকাশ আলম (৪৬), কক্সবাজার জেলার চকরিয়া থানার নিজপান খালীর মো. তৌহিদুল ইসলাম (৪০), নোয়াখালী জেলার সদর থানার মো. বদরুদ্দোজা প্রকাশ ভুট্টু (৪২), সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতির মুজ্জাম্মিনুল হক প্রকাশ মোজাম্মেল (৩০), পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার মো. জসিম উদ্দিন (৩৮) ও পাঁচলাইশ সিডিএ এভিনিউর মো. হারুনুর রশিদ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, গত শনিবার সকালে মুরাদপুর রওশন বোডিং এলাকায় হঠাৎ জামায়াত-শিবির যে মিছিল বের করে, সেখান থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে গতকাল রাতে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আজ তাদের আদালতে পাঠিয়ে ৩ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

গত ২৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর ও মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে পুলিশ। মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়। এই মামলায় গত তিনদিনে মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

NewsBijoy24

নিউজবিজয়২৪/এফএইচএন