ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রেপ্তার হলেন সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান

রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় আজ সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিআইডির মিডিয়া সেলের প্রধান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, সিআইডির একটি টিম গেছে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সরকারি জায়গা দকল করে ফার্ম তৈরি ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পশু আনার অভিযোগ আনা হয়েছে।

১৫ লাখ টাকার ছাগলকাণ্ড ও উচ্চবংশীয় গরু নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো। খাল ও সড়কের জায়গা দখল করে রাজধানীর মোহাম্মদপুরের অবৈধভাবে নির্মিত এই অ্যাগ্রো ফার্মে গত বছরের ২৭ জুন উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রির পাওয়া মিলেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

এইচবিএল প্রেসিডেন্টের বাংলাদেশ সফর: আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগে নতুন অঙ্গীকার

গ্রেপ্তার হলেন সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান

প্রকাশিত সময়:- ০৫:১০:১০ অপরাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫

রাজধানীর আলোচিত সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ১৩৩ কোটি টাকা পাচারের মামলায় আজ সোমবার (৩ মার্চ) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে সিআইডির মিডিয়া সেলের প্রধান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, সিআইডির একটি টিম গেছে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সরকারি জায়গা দকল করে ফার্ম তৈরি ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পশু আনার অভিযোগ আনা হয়েছে।

১৫ লাখ টাকার ছাগলকাণ্ড ও উচ্চবংশীয় গরু নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো। খাল ও সড়কের জায়গা দখল করে রাজধানীর মোহাম্মদপুরের অবৈধভাবে নির্মিত এই অ্যাগ্রো ফার্মে গত বছরের ২৭ জুন উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক এগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে চোরাচালান, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে নিয়ে এসে বিক্রির পাওয়া মিলেছে।

নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন