ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

গোপনাঙ্গ কাটা গিয়ে এক ব্যক্তির মৃত্যু

পঞ্চগড়ে গোপনাঙ্গ কাটা গিয়ে রুস্তম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালুকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত রুস্তম আলী একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুস্তম আলী নামে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পর দুপুরে জানাযার নামাজ উপলক্ষে মরদেহের গোসল করাতে নিয়ে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে গত শনিবার গোপনাঙ্গের ময়লা পরিস্কার করতে গিয়ে কাটা যাওয়ার পর থেকে রক্তক্ষরণের কারণে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগ:-

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

গোপনাঙ্গ কাটা গিয়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত সময়:- ০৭:২১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২

পঞ্চগড়ে গোপনাঙ্গ কাটা গিয়ে রুস্তম আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সালুকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, মৃত রুস্তম আলী একই এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে রুস্তম আলী নামে ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়। মৃত্যুর পর দুপুরে জানাযার নামাজ উপলক্ষে মরদেহের গোসল করাতে নিয়ে গিয়ে গোপনাঙ্গে কাটা দাগ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে জানায়। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, স্থানীয়দের মাধ্যমে জানা গেছে গত শনিবার গোপনাঙ্গের ময়লা পরিস্কার করতে গিয়ে কাটা যাওয়ার পর থেকে রক্তক্ষরণের কারণে ঘটনাটি ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।