আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘তথ্য-উপাত্ত ছাড়া বিএনপি গুমের নাটক সাজিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। গুম, খুন নিয়ে তারা বিদেশিদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করছে। তথ্য উপাত্ত ছাড়া তারা গুমের নাটক সাজিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে।’
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতৃত্বে বিরোধী দল ক্রমাগত মিথ্যাচার ও গুজবের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপকৌশল চালাচ্ছে। বিএনপি বলছে, তাদের ১৩ জনকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। যারা জেলে আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হবে। জেলেবন্দি অবস্থায় কী তাদের মৃত্যু হতে পারবে না? তাহলে তারা বলুক কারা কারা মারা গেছে, আর তারা বিএনপির কী পদে আছে।’
তিনি বলেন, ‘লিফলেটের ভাষা দিয়ে তাদের ব্যর্থতা আড়াল করা যাবে না। তারা বলছে, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আসলে তাদের লক্ষ্য হচ্ছে, মানুষকে বিভিন্নভাবে হত্যা করা।’
রুহুল কবির বিজভীর বক্তব্যের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেন? হিসাব হলে সব আমলের হিসাব করা হোক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।
নিউজবিজয়২৪/এফএইচএন