গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সঙ্গে পোশাক কারখানার শ্রমিক বহনকারী একটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের মাইঝপাড়া রেলক্রসিংয়ে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসের সঙ্গে মাওনা এলাকার জামান ফ্যাশন নামে একটি কারখানার শ্রমিক বহনকারী বাসের এ সংঘর্ষ হয়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহদের মধ্যে একজনের নাম রহিমা খাতুন। তিনি জামান ফ্যাশন লিমিটেডে অপারেটর পদে চাকরি করতেন। শ্রীপুর উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জুলহাস মিয়ার স্ত্রী তিনি। আরেকজনের নাম প্রিয়া।
অন্যদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের মরদেহ ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা ট্রেনটি সোয়া সাতটার দিকে শ্রীপুর রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এরপর মাইঝপাড়া রেলক্রসিংয়ে ওই বাসের সাথে ধাক্কা লাগার ঘটনা ঘটে।