খুলনা দিঘলিয়া উপজেলার কোলা বাজারে দুর্বৃত্তদের হাতে নিহত ফারুক হোসেন মীর হত্যার ঘটনায় দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। নিহত ফারুক হোসেন মীর তেরোখাদা উপজেলার উত্তর কোলা গ্রামের গাউছ আলী মীরের পুত্র।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর তেরোখাদা উপজেলার উত্তর কোলা গ্রামের ফারুক হোসেন মীরকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট কোলা বাজার সংলগ্ন শরিফুল ইসলামের বাড়ির ভেতরে ফেলে ২০/২৫ জনের এক সঙ্গবদ্ধ চিহ্নিত দুর্বৃত্তরা ধারালো দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্নক রক্তাক্ত জখম করে। আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়। আহত জসীম মীর বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এদিকে এ হত্যা কাণ্ডের ঘটনায় গত সোমবার রাতে নিহত ফারুক মীরের পিতা গাউস আলী মীর বাদী হয়ে খুলনা দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় একই এলাকার মোহাম্মদ কাজী, দ্বীন ইসলাম সরদার, নিহাল উদ্দিন শিকদার, রিপন শেখ, মিলটন শেখ, লিটন শেখ, রবিউল শেখ, মজিদ শিকদার, বিল্লাল কাজী, মালেক কাজী, মোস্তাক কাজী, আনিস কাজী, আহমেদ কাজী, এসকেন্দার কাজী, তারেক কাজী, তাবারেক কাজী, ওবায়দুল মোল্যা, নুরু মোল্যা, জাহিদুল মোল্যা, ফরিদুল শেখসহ ৫৪ জনকে আসামী করা হয়েছে।
উল্লেখ্য হত্যা ঘটনার পরদিন তেরোখাদা উপজেলার উত্তর কোলা গ্রামে অর্ধশত মানুষের ঘরবাড়িতে হামলা, ভাঙ্গচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
নিউজবিজয়২৪/এফএইচএন