দিঘলিয়ায় ১৫ পিস ইয়াবা সহ বাবলা গাজী (৩০) নামে একজন কে আটক করেছে খুলনা দিঘলিয়া থানা পুলিশ। দিঘলিয়া থানায় এজাহার সূত্রে জানা যায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহিন এর দিকনির্দেশনায় এসআই শেখ তারেক আহমেদ এর নেতৃত্বে এসআই প্রকাশ চন্দ্র, এএসআই মোঃ জাহিদুর রহমান, এএসআই শাকিরুজ্জামান, কনস্টেবল সুমন হোসেন,শরিফুল ইসলাম সহ দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে সেনহাটি শিববাড়ি পূজা মন্দির এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা সহ একজনকে আটক করে ২৮ শে ফেব্রয়ারী সন্ধা সাড়ে ৬ টার দিকে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের ধারাবাহিকতায় এসআই তারেক আহমেদের নেতৃত্বে সেনহাটি মসজিদ পাড়া এলাকার বাসিন্দা সাওার গাজী এর পুএ বাবলা গাজী (৩০) কে আটক করে। এ বিষয়ে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন ও এসআই তারেক আহমেদ সাংবাদিকদের জানান মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন