
“স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এ প্রতিপাদ্য কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস খুলনা জেলা ও দিঘলিয়া উপজেলা শাখার আয়োজনে গতকাল উদযাপিত হয় এবারের বাংলাদেশ স্কাউট দিবস – ২০২৩।
আজ ৮ এপ্রিল দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে পতাকা উত্তোলনের মাধ্য দিয়ে স্কাউট দিবসের কর্মসূচি শুরু হয়। দিঘলিয়া উপজেলার এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেনহাটী সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য বিদ্যালয়ের স্কাউট ও কাব স্কাউসদের অংশগ্রহণে আলোচনা সভা, বিশেষ ডেক্যাম্প, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান মাধ্যমে দিবসটি উদযাপিত হয় এবং ইফতারি বিতরনীর মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্তি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা জেলা শাখার কমিশনর সেখ মোঃ ফরহাদ হোসেন, কমিশনার, সাধারণ সম্পাদক শেখ মোঃ আমিরুল ইসলাম। অনুষ্টানে আরাও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাখোয়াত হোসেন, দিঘলিয়া উপজেলার স্কাউটস এর কমিশনার হুমায়ুন কবির, সম্পাদক মেহেদী হাসান, সহ সভাপতি শেখ আল মামুন, সহকারী কমিশনার, মোঃ ইসরাইল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ কামরুল ইসলাম, ইউনিট লিডার শফিকুল ইসলাম ও সজল মন্ডল সহ বিভিন্ন পর্যায়ের স্কাউটনেতৃবৃন্দ।
খুলনা জেলা স্কাউটস সম্পাদক জনাব শেখ মোঃ আমিরুল ইসলাম জানান খুলনা জেলা নয়টি উপজেলায় এবং বিভিন্ন ইউনিটে গতকাল ৮ এপ্রিল, বাংলাদেশ স্কাউটস দিবস – ২০২৩ যথাযথ ভাবে উদযাপিত হয়েছে।