খুলনার দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস যথাযথ মার্যাদায় পালিত হয়েছে।
১৩ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুরুতে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।র্যালীটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালীতে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী অংশগ্রহণ করেন। তার সঙ্গে এ সময় আরো অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুর রহমানসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান গন, পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ।
এরপর উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ আরিফ হোসেন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি সবাইকে মানব সৃষ্ট সকল দুর্ঘটনা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা- ৪ আসনের মাননীয় এমপি আব্দুস সালাম মূর্শেদী। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, কৃষি অফিসার কিশোর আহমেদ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মাসুদ পারভেজ এবং আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তারেক,সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওহিদ মুরাদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রানা মোল্লা, উপজেলার সকল দপ্তরের দপ্তর প্রধান গন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।