খুলনা জেলার রূপসা উপজেলা থেকে দেশীয় তৈরি একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে খুলনা র্যাব-৬।
জানা যায়, বৃহস্পতিবার ৪ এপ্রিল ২০২৪ খুলনা র্যাব-৬
এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা উপজেলার কবিরের মোড় এলাকায় একজন ব্যক্তি অস্ত্রসহ অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর দলটি উপজেলার
আইচগাতী ইউনিয়নের যুগিহাটি কবিরের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মো. আল মামুন (৩৫) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মো. আল মামুন, মো. মঞ্জুর হোসেন, মাতা-আঞ্জিরা বেগম এর ছেলে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে একটি দেশীয় তৈরি পাইপ গান এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করেন।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
আরও পড়ুন>> আজ থেকে শুরু হচ্ছে ঈদ স্পেশাল ট্রেন চলাচল
নিউজবিজয়২৪/এফএইচএন