যশোরের কেশবপুরে মাছ ধরতে যেয়ে প ানন মন্ডল (৫৫) নামে এক মাছ শিকারির মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উপজেলার গড়ভাঙ্গা গ্রামের মৃত সরৎ মন্ডলের ছেলে। জানা গেছে, পাশর্^বর্তি সুফলাকাটি বিলে জাল দিয়ে মাছ ধরতে যেয়ে তিনি সেখানে মারা যান। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে ২৪ জুলাই বিকেলে লাশ উদ্বার করে থানায় নিয়ে আসে। এলাকার ইউপি সদস্য রিজাউল ইসলাম জানান, তার পেশা জাল দিয়ে মাছ ধরা। মনে করা হচ্ছে সে মাছ ধরতে যেয়ে ষ্ট্রোক জনিত কারনে মারা গেছে। থানা অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন জানান, লোকটি ওই বিলে মাছ ধরতে যেয়ে খালে পড়ে যায়। পরে তাকে লোকজন ধরাধরি করে উপরে উঠাতেই সম্ভবত ষ্ট্রোক জনিত কারনে মারা গেছে।