প্রধান অতিথি হিসেবে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলেন মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, এমপি।
সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন আয়োজিত কৃতি শিক্ষার্থী ও গুণী শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাওয়াল গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাবা ফারজানা চৌধুরী রত্না।
এমপি শাওন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাব্যবস্থাকে আধুনিকীকরণ করেছেন এবং এর সুফল সমগ্র বাংলাদেশের মানুষ পাচ্ছে।
এসময় লালমোহন স্টুডেন্টস্ এসোসিয়েশন এর সভাপতি মোঃ মনির উদ্দিন তামিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাছনাইন আহমেদ মিঠুনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ, লালমোহন উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার তানজিদ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদ সহ আরো অনেকে।
নিউজবিজয়/এফএইচএন