বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে গুরুত্বপূর্ণ পদে পেশাদার কূটনীতিকদের দায়িত্বে বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে কিছু কূটনীতিকের মিশন পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে কিছু কূটনীতিককে ঢাকায় ফেরানো এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিশনে নতুন দায়িত্বে পাঠানো হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মুহাম্মদ সাকিব সাদাকাতকে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন করাচির ডেপুটি হাইকমিশনার করার সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশ সহকারী হাইকমিশন বার্মিংহামে (যুক্তরাজ্য) সহকারী হাইকমিশনারের দায়িত্ব পাচ্ছেন ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ উপ হাইকমিশনের উপ হাইকমিশনার শেলী সালেহীন। বার্মিংহামের সহকারী হাইকমিশনার মো. আলীমুজ্জামান যাবেন চেন্নাইয়ে উপ-হাইকমিশনার হয়ে।
এছাড়া বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মুহাম্মদ মিজানুর রহমানকে ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল করা হচ্ছে।
বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কলকাতায় বর্তমানে মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি সিকদার মোহাম্মদ আশরাফুর রহমানকে সদর দফতর ঢাকায় ফেরানো হচ্ছে। এছাড়া বাংলাদেশ দূতাবাস মাস্কাটের মিনিস্টার (পলিটিক্যাল) এবং হেড অব চ্যান্সারি মৌসুমী রহমানকেও ঢাকায় ফেরানো হচ্ছে।
বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের পরিচালক সামিয়া ইসরাত রনি এবং আন্তর্জাতিক সংস্থাসমূহ অনুবিভাগের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ্-আল-মামুনকে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে কাউন্সেলর করে পাঠাচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের পোস্টিং পলিসি অনুযায়ী মিশনগুলোতে রদবদল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের যেসব দূতাবাসে রাষ্ট্রদূত নেই, সেসব দেশে রাষ্ট্রদূত নিয়োগের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সহকারী হাইকমিশনার পর্যায়ে কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়া নিচের দিকের কিছু পোস্টেও পরিবর্তন আনা হচ্ছে।
নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন