বিদ্যুতে স্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যের ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন কাউয়ার চর গ্রাম নামকস্থানে। পরিবার সুত্রে জানা গেছে ১৩ জুলাই বুধবার সকাল ৯টার দিকে তীব্র গরমে অতিষ্ট জনজীবন ঠিক সেই সময় ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। তার স্পষ্ট করার সাথে সাথেই ছিটকে অন্যত্র পড়ে যায়। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে তারাহুরা করে রৌমারী হাসপাতালে পৌছায়। হাসপাতালে কর্মরত ডাঃ তাকে মৃত্যু ঘোষনা করেন। বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু নারী আসাতুন বেগম, উপজেলার কাউয়ার চর গ্রামের হাফেজ উদ্দিন এর স্ত্রী বলে জানা গেছে। মৃত্যের পরিবারের পক্ষ থেকে জানিয়েছে মৃত্যু আসাতন বেগম এর দুই ছেলে এক মেয়ে রেখে চলে গেলেন না ফেরার দেশে।
এবিষয় রৌমারী জোনাল কর্মকর্তা মাসুধ রানা এর সঙ্গে কথা হলে তিনি বলেন নারীর মৃত্যুর ঘটনাটি আমাদের জানানো হয়নি এবং এবিষয় কিছুই জানি না।
ব্রেকিং :-
কুড়িগ্রামের রৌমারী বিদ্যুৎ স্পৃষ্টে এক নারীর অকাল মৃত্যু
-
মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
- "নিউজ বিজয়: এক দশকের মাইলফলক" প্রকাশিত সময় : ০২:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
- 343
জনপ্রিয় সংবাদ