কুড়িগ্রামের উলিপুরে প্রায় ৭ কিলোমিটার ২টি গ্রামীন রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাপান ইন্টান্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)অর্থায়নে রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন করেন, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন এমপি।
উন্নয়ন কাজের রাস্তা দু’টির একটি হলো উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের বামুনের হাট ফেডারেশনের সামন হতে দুর্গাপুর ইউনিয়নের তেতুলতলা বাজার পর্যন্ত ৩.৩৩০ কিলোমিটার অপরটি উপজেলার হাতিয়া ইউনিয়নের দাঁড়ারপাড় সবদুলের দোকানের মোড় হতে মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকার মাথা পর্যন্ত ৩.৪১১ কিলোমিটার রাস্তা এইচবিবি করণ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, ধরণীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রঞ্জন মজুমদার ভোলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল মজিদ হাড়ি, আওয়ামী লীগ নেতা সাইদুল হক বাচ্চু, পার্থ সারথী সরকার, ধরণী বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গাফফার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্যরাসহ সর্বস্তরের মানুষজন।