ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরান-ইসরাইল সংঘাত

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২২) এবং দৌলতপুর থানার এক এসআই শহিদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসাইন (২২) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই দুর্ঘটনায় নিহত দৌলতপুর থানার এসআইয়ের নাম শহিদুল ইসলাম। তিনি মাগুরা জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী মাহিন্দ্রা গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা গাড়ির চালকসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় এস আই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির হোসেন মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। চালক পালিয়েছেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন :-

নিউজ বিজয়ের সম্পর্কে

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার মা-বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

No description available.

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

প্রকাশিত সময়:- ১১:৪৭:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মনির হোসেন (২২) এবং দৌলতপুর থানার এক এসআই শহিদুল ইসলাম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বালুরমাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসাইন (২২) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই দুর্ঘটনায় নিহত দৌলতপুর থানার এসআইয়ের নাম শহিদুল ইসলাম। তিনি মাগুরা জেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী মাহিন্দ্রা গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাহিন্দ্রা গাড়ির চালকসহ ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় এস আই শহিদুল ইসলাম ও মসজিদের ইমাম মনির হোসেন মারা যান। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। চালক পালিয়েছেন।

নিউজবিজয়২৪ডট কম/এফএইচএন