কুষ্টিয়া সদর উপজেলায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে কলেজশিক্ষকের কবজি বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁশগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
তোফাজ্জেল হোসেন বাঁশগ্রামের বাসিন্দা। তিনি বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, বেলা ২টার দিকে তোফাজ্জেল বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে বংশীতলা ব্রিজের কাছে ওত পেতে থাকা ১০-১২ জন দুর্বৃত্ত তার ওপর হামলা করে।
ধারণা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটেছে। ওই শিক্ষককে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।