ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

https://www.newsbijoy24.com/category/dengue-update/

কুড়িগ্রাম সদর কাঁঠাল বাড়ী ইউনিয়নে টিসিবি মালামল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ (ভিডিও)

২০, জুলাই, বৃহস্পতিবার দুপুরে কাঁঠাল বাড়ী ডিগ্রি কলেজ মাঠে টিসিবির মালামল সকাল ৯ টায় দেওয়া শুরু করেন। এতে সুবিধা ভোগীরা তাদের সরকারি দরে মালামল নির্ধারিত ওয়ার্ডে কার্ড ধারী লোকজন সংগ্রহ করেতে আসে। টিডিবির নির্ধারিত মালামালের মধ্যে চাল,মসুর ডাল,তেল দেওয়া হয়। প্যাকেট জাত মালামাল এর মধ্যে পরিমাণে কম না থাকলেও বস্তা খুলে চাল পরিমাপ করে দেওয়া হয়। এতে অধিকাংশ সুবিধাভোগীর চালের পরিমাণ বিভিন্ন জনের বিভিন্ন পরিমাপ পাওয়া যায় পাঁচ কেজিতে ১০০ থেকে ২০০ গ্রাম, যৌথভাবে তিন জন একসঙ্গে নিলে ১৫ কেজিতে ১৪ কেজি পাওয়া যায়, আটজন মিলে ৪০ কেজি বস্তায় ৩৬ কেজি পাওয়া যায় ।
পরবর্তী সময় বিভিন্ন অভিযোগ আসলে তাদের সামনেই মালামল ওজন করলে পরিমাণের কারচুপির সত্যতা প্রমাণিত হয়। ঘটনার সততা জানার জন্য সাংবাদিক গেলে তাদের উপরও চাড়াও হয় এবং গালিগালাজ করে। পরে উপস্থিত জনতা পরিবেশ শান্ত করে।
সুবিধাভোগী কুয়াত পল্লী আলম বলেল, অনেক কষ্ট করে টাকা নিয়ে এসে বিসিবির পণ্য কিনতে আসছি বাহে আমার বাড়ির পাশের আট জন মিলে একই বস্তায় চাল নিছি এ্যাটে চার কেজি চাল নাই মুই এ্যালা কাক বিচার দেং। এরকম তিনজন মিলে ২৫ কেজি নিলে সেখানে ২৩ কেজি চাল পাওয়া যায়। নানান জনের অভিযোগ তোলে। তারা সকলেই এ ন্যায় বিচার চায়।
এই বিষয়ে মমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাটা ছিড়া বস্তা নিয়ে আসে কিভাবে চাল কমে হলো আমরা জানিনা।
এই কাজে নেতৃত্ব দিচ্ছেন,কাঠালবাড়ী ডিগ্রি কলেজ প্রভাষক (ক্রীড়া শিক্ষক) মমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম বাদশা , স্বাস্থ্য সহকারী কাঁঠাল বাড়ী ইউনিয়ন ১,২,৩ ওয়ার্ডে আমিনুর গ্রামপুলিশ ও আরও অন্যান্য ব্যক্তি সমন্বয়ে বিসিবি মাল বিতরণের করেন।

নিউজবিজয়২৪/এফএইচএন

সকল সংবাদ পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন…

নিউজবিজয় ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন।

NewsBijoy24.Com

নিউজবিজয়২৪.কম একটি অনলাইন নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রতিশ্রুতি নিয়ে ২০১৫ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। উৎসর্গ করলাম আমার বাবার নামে, যাঁর স্নেহ-সান্নিধ্যের পরশ পরিবারের সুখ-দু:খ,হাসি-কান্না,ব্যথা-বেদনার মাঝেও আপার শান্তিতে পরিবার তথা সমাজে মাথা উচুঁ করে নিজের অস্তিত্বকে মেলে ধরতে পেরেছি।

বদলগাছীতে জাতীয় কন‍্যা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

https://i0.wp.com/www.bd-pratidin.com/assets/newDesktop/sp-img/dengu-desktop.gif?ssl=1

কুড়িগ্রাম সদর কাঁঠাল বাড়ী ইউনিয়নে টিসিবি মালামল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ (ভিডিও)

প্রকাশিত সময় :- ০৭:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩

২০, জুলাই, বৃহস্পতিবার দুপুরে কাঁঠাল বাড়ী ডিগ্রি কলেজ মাঠে টিসিবির মালামল সকাল ৯ টায় দেওয়া শুরু করেন। এতে সুবিধা ভোগীরা তাদের সরকারি দরে মালামল নির্ধারিত ওয়ার্ডে কার্ড ধারী লোকজন সংগ্রহ করেতে আসে। টিডিবির নির্ধারিত মালামালের মধ্যে চাল,মসুর ডাল,তেল দেওয়া হয়। প্যাকেট জাত মালামাল এর মধ্যে পরিমাণে কম না থাকলেও বস্তা খুলে চাল পরিমাপ করে দেওয়া হয়। এতে অধিকাংশ সুবিধাভোগীর চালের পরিমাণ বিভিন্ন জনের বিভিন্ন পরিমাপ পাওয়া যায় পাঁচ কেজিতে ১০০ থেকে ২০০ গ্রাম, যৌথভাবে তিন জন একসঙ্গে নিলে ১৫ কেজিতে ১৪ কেজি পাওয়া যায়, আটজন মিলে ৪০ কেজি বস্তায় ৩৬ কেজি পাওয়া যায় ।
পরবর্তী সময় বিভিন্ন অভিযোগ আসলে তাদের সামনেই মালামল ওজন করলে পরিমাণের কারচুপির সত্যতা প্রমাণিত হয়। ঘটনার সততা জানার জন্য সাংবাদিক গেলে তাদের উপরও চাড়াও হয় এবং গালিগালাজ করে। পরে উপস্থিত জনতা পরিবেশ শান্ত করে।
সুবিধাভোগী কুয়াত পল্লী আলম বলেল, অনেক কষ্ট করে টাকা নিয়ে এসে বিসিবির পণ্য কিনতে আসছি বাহে আমার বাড়ির পাশের আট জন মিলে একই বস্তায় চাল নিছি এ্যাটে চার কেজি চাল নাই মুই এ্যালা কাক বিচার দেং। এরকম তিনজন মিলে ২৫ কেজি নিলে সেখানে ২৩ কেজি চাল পাওয়া যায়। নানান জনের অভিযোগ তোলে। তারা সকলেই এ ন্যায় বিচার চায়।
এই বিষয়ে মমিনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ফাটা ছিড়া বস্তা নিয়ে আসে কিভাবে চাল কমে হলো আমরা জানিনা।
এই কাজে নেতৃত্ব দিচ্ছেন,কাঠালবাড়ী ডিগ্রি কলেজ প্রভাষক (ক্রীড়া শিক্ষক) মমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, শফিউল ইসলাম বাদশা , স্বাস্থ্য সহকারী কাঁঠাল বাড়ী ইউনিয়ন ১,২,৩ ওয়ার্ডে আমিনুর গ্রামপুলিশ ও আরও অন্যান্য ব্যক্তি সমন্বয়ে বিসিবি মাল বিতরণের করেন।

নিউজবিজয়২৪/এফএইচএন