১৯ জানুয়ারি ২০২৫ (রবিবার) বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালন করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। সকালে দলীয় পতাকা উত্তোলন ও পরে দুপুরে দাদামোড়ে আলমাস কমিউনিটি সেন্টারে আলোচনাসভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ,সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু,যুগ্ম আহবায়ক ,সাংবাদিক হাসিবুর রহমান হাসিব,কুড়িগ্রাম
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুক,সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু,সাবেক সাধারণ সম্পাদক পৌর বিএনপি মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব,জেলা যুবদল সভাপতি রায়হান কবির,জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ।জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান,সহ প্রমুখ নেতৃবৃন্দ।
এতে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে সাজ বির্নিমানে সকল নেতা কর্মীকে কাজ করার আহবান জানান।
পরে জিয়াউর রহমানের আত্নার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরিচালনা করেন ওলামাদলের আহবায়ক মাওলানা ফজলুল হক।
নিউজ বিজয় ২৪ডট কম/এফএইচএন