সারা দেশের ন্যায় কুড়িগ্রামের উলিপুরে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।আজ ১লা জানুয়ারি ২০২৩ উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চ বিদ্যালয় ও গুনাইগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে “বই বিতরণ উৎসব অনুষ্ঠানে,নুর মোহাম্মদ নেছারীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম -৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন রাংশা, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবু সাঈদ সরকার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ মোঃ তারিকুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিক্ষা অফিসার নাদিরউজ্জামান প্রমূখ।এ সময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় অধ্যাপক এম এ মতিন বলেন, বিএনপি ও জামায়াতের শাসনামলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঠিক ইতিহাস কে বিকৃত করে ভূল তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছিল। ফলে ছাত্র-ছাত্রীরা সঠিক ইতিহাস থেকে বঞ্ছিত হয়েছিল। বর্তমান সরকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সঠিক ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেছেন। সেই সঙ্গে তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা দেশ বিদেশের ভাল শিক্ষা প্রতিষ্ঠানের নিকট থেকে শিখেন এবং জানেন। তারা কিভাবে ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন করান। আপনারাও সেই ভাবে ছাত্র-ছাত্রীদের অধ্যায়ন করান। সেই সঙ্গে উলিপুর পৌরসভার রামদাস ধনীরাম গ্রামে তার স্মৃতি বিজড়িত মুহূর্তগুলো তুলে ধরেন।
ব্রেকিং :-
কুড়িগ্রামে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত
- এম এইচ শাহীন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
- প্রকাশিত সময় :- ০৬:৪১:১৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- 280
জনপ্রিয় সংবাদ